২৬ মে, ২০১৭ ১৮:০০

অ্যাসিড আক্রান্ত তরুণীকে বিবেকের ‘বাড়ি’ উপহার

অনলাইন ডেস্ক


অ্যাসিড আক্রান্ত তরুণীকে বিবেকের ‘বাড়ি’ উপহার

সংগৃহীত ছবি

কিছুদিন আগেই বিবেক ওবেরয়ের কোম্পানি ‘করম ইনফ্র্যাস্ট্রাকচার’ ছত্তিশগড়ের নকশালদের সঙ্গে লড়াইয়ে ২৫জন শহীদ পরিবারকে বাড়ি উপহার দিয়েছেন। এবার তার মানবিকতার আরও একটি দিক দেখা গেল। ললিতা বেনবাসিকে তার বিয়েতে একটি বাড়ি উপহার দিলেন তিনি। ললিতা একজন অ্যাসিড আক্রান্ত তরুণী।

মার্চে প্রথম আলাপ হয় ললিতার সঙ্গে বিবেকের। ললিতার জীবনকাহিনী বিবেকের মনকে নাড়া দেয়, সেখানেই তিনি জানতে পারেন যে ললিতা গৃহহীন এবং তাকে একটি বাড়ী উপহার দেওয়ার প্রতিশ্রতিও দেন বিবেক। সেইমত সে প্রতিশ্রতিও রাখলেন তার বিয়েতে।

বিবেকের মতে, ‘‘ললিতা বাস্তবজীবনের নায়ক। একজন স্বাভাবিক মানুষের মত বাঁচতে শিখে গেছেন ললিতা, তার এই জীবনই হাজার হাজার অ্যাসিড আক্রান্তদের নতুন করে বাঁচাতে শিখিয়েছেন, আশা জুগিয়েছেন।’’

গত বুধবার এই অ্যাসিড আক্রান্ত তরুণী ললিতা বেনবাসি, রবি শংকরের সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হলেন। তাদের এই নতুন সম্পর্কটিরও সাক্ষী থাকলেন বিবেক ওবেরয়।

 

বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর