২৯ মে, ২০১৭ ১৩:৫৮

এবার সাধক কবি 'হাসন রাজা'র চরিত্রে মিঠুন চক্রবর্তী

অনলাইন ডেস্ক


এবার সাধক কবি 'হাসন রাজা'র চরিত্রে মিঠুন চক্রবর্তী

সংগৃহীত ছবি

লালন ফকিরের জীবনকাহিনি নিয়ে টলিউডে তৈরি হয়েছিল ‘মনের মানুষ’। পরিচালক গৌতম ঘোষের সেই ছবিতে লালনের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল সেই ছবিটি। বাংলা ছবিতে খানিকটা সেই ধাঁচের ছবিই ফিরছে পরিচালক রাহুল আমিনের হাত ধরে। সোমবার মুক্তি পেল 'হাসন রাজা' ছবির টিজার।

বাংলাদেশের সিলেটের মরমী সাধক হাসন রাজার জীবনের অজানা কাহিনিই এবার বড়পর্দায় তুলে ধরবেন রাহুল আমিন। দোর্দণ্ডপ্রতাপ, স্বৈরাচারী জমিদার ছিলেন হাসন রাজা। দিলারামের প্রেম তার জীবনকে পাল্টে দিয়েছিল। ধীরে ধীরে তার চালচলন, স্বভাব, জীবনযাপনের ধারায় এসেছিল পরিবর্তন। পরবর্তীকালে বড়মাপের দার্শনিক, কবি এবং গীতিকার হয়ে উঠেছিলেন তিনি। সেই হাসন রাজার চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। হাসন রাজার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে ইন্ডাস্ট্রি থেকে লম্বা বিরতি নিয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী। ২০১৫ সালে বলিউড ছবি ‘হাওয়াইজাদা’য় সর্বশেষ দেখা গিয়েছিল মিঠুনকে। ছবিটি প্রথমে ৩১ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়৷ দেখে নিন সদ্য মুক্তি পাওয়া সেই ছবির টিজার৷

 


বিডি-প্রতিদিন/ ২৯ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর