২২ জুন, ২০১৭ ২০:০১

ঈদের বিশেষ নাটক 'আহত গন্তব্য'

অনলাইন ডেস্ক

ঈদের বিশেষ নাটক 'আহত গন্তব্য'

দীপু হাজরা’র পরিচালনা ও আহসান হাবিব সকালের রচনায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক 'আহত গন্তব্য'।

অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু, সামিয়া সাঈদ, সাদ্দাম সানি, সাদিয়া তিতলি, আলী ফায়ান প্রমুখ। ঈদের ৪র্থ দিন রাত ৯টায় মাছরাঙ্গা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যায় লারা ও তুলতুল দুই বোন। তুলতুল ভালোবাসে রোহানকে। একদিন রোহন-তুলতুলকে বাড়ির গেইটে পৌঁছে দিতে আসে যা দুর থেকে দেখে ফেলে লারা। ছেলেটির সাথে কি সম্পর্ক জানতে চায় তুলতুলের কাছে। তুলতুল ছাপ জানিয়ে দেয় ছেলেটিকে সে ভালবাসে ও বিয়ে করতে চায়। লারা তার কথা শুনে খুব অবাক হয় ও রোহানকে তার সাথে দেখা করতে বলে। পরের দিন সামনে দেখা হলে রোহানকে দেখে চমকে ওঠে লারা। ঠিক রোহানের মতো একজনকে সে ভালোবাসতো। যদিও সে বেঁচে নেই। তাহলে কি করে একই রকম একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে। লারা কি করবে ভেবে পায় না। একদিকে ছোট বোনের সাথে রোহানের সম্পর্ক অন্য দিকে নিজের অতীত, সব মিলে নিজেকে ধরে রাখতে পারে না। রোহানকে নিজের অফিসে চাকরি দেয় লারা। পুনরায় প্রেমের সম্পর্ক গড়েন রোহানের সাথে। বিষয়টি তুলতুল ও আঁচ করতে পারে। শুরু হয় তুমুল দ্বন্দ্ব। এ ভাবেই এগুতে থাকে ঈদের বিশেষ নাটক 'আহত গন্তব্য' নাটকের গল্পে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর