২৩ জুন, ২০১৭ ০১:৩৩

মস্কো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও ‘বাহুবলী টু’ (ভিডিও)

অনলাইন ডেস্ক

মস্কো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও ‘বাহুবলী টু’ (ভিডিও)

ফাইল ছবি

প্রথমদিন থেকেই ‘বাহুবলী টু’-কে ঘিরে উন্মাদনা ছিল অনেক। তবে এবার এই ছবিকে ঘিরে ভারতীয়দের গর্ব বোধহয় আরও একটু বেড়ে গেল। ভারতের গণ্ডি পার করে অনেক আগেই আন্তর্জাতিক স্তরে দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিল এই ছবি। এবার মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হতে চলেছে ‘বাহুবলী টু’।

মুক্তির পর থেকে ৫০ দিন চলে গেলেও এখনও ভারতের ১০৫০ টি স্ক্রিনে চলছে বাহুবলীর দাপট। নতুন ছবি থেকে কোন কিছুই এখনও অবধি কাবু করতে পারেনি এই ছবির জনপ্রিয়তাকে। 

এবার সেই ছবির মুকুটেই নয়া পালক। দর্শকের আবেদনেই এ বছর মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে এই প্রথম কোনও হিন্দি ছবির শো-এর সংখ্যা বাড়ানো হয়েছে। এবার শুধু চীনে ছবি রিলিজ করানোর অপেক্ষায় এস এস রাজামৌলি। চীনের ৯০০০ স্ক্রিনে মুক্তি পেলে এই ছবি যে দঙ্গল-এর সব রেকর্ডকে ভেঙে দেবে তা এক কথায় প্রায় নিশ্চিত ভাবেই বলা যায়।

 

বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর