২৩ জুন, ২০১৭ ১৬:৫৯

নার্কো টেস্ট কাণ্ডে ফেইসবুকে প্রতিবাদের মুখে ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক

নার্কো টেস্ট কাণ্ডে ফেইসবুকে প্রতিবাদের মুখে ঋতুপর্ণা

ফাইল ছবি

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে চুরির ঘটনায় তার পরিচারিকার বিরুদ্ধে নার্কো অ্যানালিসিসের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। তবে অনেকে ফেইসবুকে এই নার্কো অ্যানালিসিসের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। প্রভাবশালীর প্রভাবে এই ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকেই।

নার্কো অ্যানালিসিসের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এপিডিআর। গত বৃহস্পতিবার ওই মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, পুলিশের এই সিদ্ধান্ত মানবাধিকার ভঙ্গকারী এবং সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার বিরোধী পদক্ষেপ। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কারও মর্জির বিরুদ্ধে এই ধরনের পরীক্ষা না করার বিধান দিয়েছে।

এই সব প্রসঙ্গ তুলে পুলিশের পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণার কাছে এমন সিদ্ধান্ত বন্ধের জন্য অনুরোধ জানিয়েছেন ফেইসবুকে অনেকেই। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে, সারদা, নারদা রোজভ্যালির কেলেঙ্কারিতে অভিযুক্তদের নার্কো টেস্ট দেওয়া হচ্ছে না কেন।

 


বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর