২৯ জুন, ২০১৭ ০৯:৪২

সজল-শিমুর ‘অভ্রলিকা’

অনলাইন ডেস্ক

সজল-শিমুর ‘অভ্রলিকা’

সংগৃহীত ছবি

কিঙ্কর আহ্সানের রচনা ও নাজমুল হুদা শাপলার পরিচালনায় ‘অভ্রলিকা’ নামে নাটকটিতে অভিনয় করেছেন সজল ও সুমাইয়া শিমু। ঈদের ৪র্থ দিন রাত ১১ টায় জিটিভিতে প্রচারিত হবে নাটকটি।

নাটকের গল্পে দেখা যায়, অভ্রলিকার ফোনে একটা কল আসে। অচেনা নাম্বার,  প্রায়ই অভ্রলিকাকে সে ফোন নাম্বার থেকে তাকে বলা হয়, সে নাকি অভ্রলিকাকে সে সারাক্ষণ ফলো করে। এই মুহূর্তে অভ্রলিকা কোথায়, কি করছে, কেমন জামা-কাপড় পরে আছে সব জানে। সে সিসি ক্যামেরার মতন নজর রেখে অভ্রলিকাকে নিয়ন্ত্রণ করতে চায়। 

অচেনা এই লোকটি জানায়, সে অভ্রলিকাকে পছন্দ করে, ভালোবাসে । অভ্রলিকা বিরক্ত হয়। ভয় পায়। লোকটি পরিচয় গোপন করে। অভ্রলিকা বললেও সে সামনে আসতে চায়না।

গল্পে আরও দেখা যাবে, অভ্রলিকা বিবাহিত। স্বামীর সঙ্গে বনিবনা হয় না বলে সে একা থাকে। সামনে তাদের ডিভোর্স হয়ে যাবে এমন কথা বার্তা চলছে। এদিকে তার পেছনে ঘুরছে একটি অচেনা লোক। এই অচেনা লোকের সঙ্গে কি তার দেখা দেখা হবে, স্বামীর সাথে কি ডিভোর্স হবে। এভাবেই এগুতে থাকে নাটকের গল্প।

বিডি প্রতিদিন/ ২৯ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর