২০ জুলাই, ২০১৭ ২২:২০

আইপিএলে আর্থিক কারচুপির অভিযোগে শাহরুখকে তলব

অনলাইন ডেস্ক

আইপিএলে আর্থিক কারচুপির অভিযোগে শাহরুখকে তলব

ফাইল ছবি

আইপিএলে অর্থের কারচুপি নিয়ে এখনও খাঁড়া কাটল না বলিউড বাদশা শাহরুখ খানের। ফরেন এক্সচেঞ্জ ভায়োলেশনের অভিযোগে ফের কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার শাহরুখ খানকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বলিউড বাদশাকে আগামী ২৩ আগস্ট মুম্বাইয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। ৷

এর আগে গত মার্চে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘন করার জন্য শাহরুখের স্ত্রী গৌরী খান ও কেকেআর-এর আরেক কর্ণধার জুহি চাওলাকে শো-কজ নোটিস পাঠিয়েছিল ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ২০০০-এর ৪(১) নম্বর আইন অনুযায়ী কিং খান, গৌরী ও জুহিকে নোটিস পাঠানো হয়েছিল৷ 

জানা যায়, প্রথমে রেড চিলিজ এন্টারটেনমেন্টের ডিরেক্টর গৌরী খানের নামে সমস্ত শেয়ার কেনা হত। তবে পরে ২ কোটি টাকার নতুন শেয়ার কেনে KRSPL ( Knight Riders Sports Private Limited)। যার মধ্যে ৪০ লক্ষ শেয়ার দেওয়া হয় জুহিকে। তবে অভিযোগ পাওয়া যায়, বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সেই সব শেয়ার বিক্রি করা হয়েছে। ফলে ৭৩.৬ কোটি টাকা ক্ষতি হয়েছে FEMA-র।

এই ইস্যুতে কলকাতা ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সহ-কর্ণধারদের আগেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে৷ এবার এ বিষয়ে শাহরুখের থেকে বিস্তারিত তথ্য চাওয়া হবে বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয়, কিং খান ও তার দলের ভবিষ্যৎ কী হয়।

 

বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর