২১ জুলাই, ২০১৭ ১৪:১৩

হুমায়ূন স্মরণে 'নদ্দিউ নতিম'

অনলাইন ডেস্ক

হুমায়ূন স্মরণে 'নদ্দিউ নতিম'

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে ম্যাড থেটার প্রদর্শন করবে তারই উপন্যাস থেকে রচিত নাটক 'নদ্দিউ নতিম'। আজ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে 'নদ্দিউ নতিম' নাটকটি প্রদর্শিত হবে। 

প্রদর্শনীর শুরুতে হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করবেন তার বন্ধু সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। দীর্ঘদিন হুমায়ূন আহমেদের সাথে একসঙ্গে কাজ করেছেন তিনি।

হুমায়ূন আহমেদের 'কে কথা কয়' উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করবেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নাটকটির সহযোগী নির্দেশনায় আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইনে কাজ করেছেন ফয়েজ জহির। পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন ফারজানা ইয়াসমিন ও সোহেল খান। 


বিডি প্রতিদিন/২১ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর