২২ জুলাই, ২০১৭ ১৩:৩৩

'বাহুবলী'র দৃশ্য নকল করতে গিয়ে তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক

'বাহুবলী'র দৃশ্য নকল করতে গিয়ে তরুণের মৃত্যু

ইনসেটে ইন্দ্রপাল পাটিল

ভারতের সবচেয়ে ব্যবসাসফল ছবি 'বাহুবলী'র দৃশ্য নকল করতে গিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় গত ১৪ জুলাই ঘটেছে এমন ঘটনা। ইন্দ্রপাল পাটিল (২৭)  নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী সেখানে মাহুলি জলপ্রপাত দেখতে গিয়েছিলেন। এখান থেকেই 'বাহুবলী'র নাম ভূমিকায় অভিনয়কারী প্রভাস ঝাঁপ দিয়েছিলেন। ইন্দ্রপাল প্রভাসের অনুকরণ করতে গিয়ে নিচে পড়ে যান। 

ইন্দ্রপাল পাটিলের ভাই মহেন্দ্র অবশ্য এটা মানতে চান না। তার দাবি, ষড়যন্ত্র করে তার ভাইকে হত্যা করা হয়েছে। তার ভাই এমন বোকামি করার লোক নন। আবারও এও হতে পারে যে কেউ তাকে অসাবধানতাবশত কিংবা ইচ্ছে করে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা বি এইচ পওয়ার বলেন, ইন্দ্রপাল জলপ্রপাতের ওপর থেকে ঝাঁপ দেন। পা দিয়ে একটি পাথর আঁকড়ে ধরার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। সোজা নিচে পড়ে মৃত্যু হয়েছে তার। পরে বন্ধুরাই তার মরদেহ জলপ্রপাত থেকে বের করেন।


বিডি প্রতিদিন/২২ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর