২৪ জুলাই, ২০১৭ ১৭:৪৯

শিল্পকলা একাডেমীতে বাতিঘরের 'উর্নাজাল' মঞ্চায়ন

অনলাইন ডেস্ক

শিল্পকলা একাডেমীতে বাতিঘরের 'উর্নাজাল' মঞ্চায়ন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে বাতিঘর থিয়েটারের প্রযোজনায় 'উর্নাজাল' এর ১৫তম প্রদর্শনী মঞ্চায়ন হতে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যা ৬.৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে। বাকার বকুলের রচনায় এবং নির্দেশনায় 'উর্নাজাল' নাটকটি ইতিমধ্যে ঢাকার দর্শকদের নিকট প্রসংশিত হয়েছে। 

'উর্নাজাল’ নাটকের সহকারী নির্দেশনায় রয়েছেন বাতিঘরের দলীয় প্রধান মুক্তনীল। বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ (মুক্তনীল)। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল (সাদ্দাম) খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সাদিয়া ইউসুফ বৃতা, ফিরোজ মুনীর, শাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় হালদার, সঞ্জয় গোস্বামী, শিশির সরকার, তাজিম আহমেদ শাওন, সাবরিনা শারমিন, স্মরণ বিশ্বাস, মনিরুজ্জামান লিপন, ফয়সাল মাহমুদ, তন্ময়, রুম্মান সারু প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর