Bangladesh Pratidin

প্রকাশ : ১২ আগস্ট, ২০১৭ ১০:২১ অনলাইন ভার্সন
আপডেট : ১২ আগস্ট, ২০১৭ ১০:৫৫
যেমন দেখতে হয়েছে মোমের মধুবালা
অনলাইন ডেস্ক
যেমন দেখতে হয়েছে মোমের মধুবালা

ক্ষণজন্মা হলেও মমতাজ জাহান দেহলভী এখনো হিন্দি সিনেমার নারী অভিনেত্রীর মধ্যে সবচেয়ে বড় আইকন। যিনি সবার কাছে পরিচিত মধুবালা হিসেবে। সম্প্রতি দিল্লিতে মাদাম তুসো জাদুঘরে তার মূর্তি স্থাপন হয়েছে। সেই চিরচেনা ভঙ্গিতেই মাদাম তুসোতে জায়গা করে নিয়েছেন মধুবালা। 

বলিউডের 'দ্য ভেনাস অব ইন্ডিয়ান সিনেমা' পরিচিত মধুবালা মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬৯ সালে মারা যান। 

মধুবালার জনপ্রিয় কয়েকটি সিনেমা হলো 'মহল’, 'অমর', ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘চলতি কা নাম গাড়ি’, 'মুঘল ই আজম' ও 'বারাসাত কী রাত'। 

বিডি প্রতিদিন/১২ আগস্ট, ২০১৭/ফারজানা 

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow