Bangladesh Pratidin

প্রকাশ : ১২ আগস্ট, ২০১৭ ১৯:০৬ অনলাইন ভার্সন
আপডেট : ১২ আগস্ট, ২০১৭ ১৯:৩৩
ফের বিয়ে করতে চান বিপাশা
অনলাইন ডেস্ক
ফের বিয়ে করতে চান বিপাশা

বিপাশা বসুর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে। গত বছরই ধুমধাম করে কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা বসু। তাদের সুখী দাম্পত্যের ছবি একাধিক বার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বাইরে থেকে দেখে তো কখনও মনে হয়নি, দম্পতির মধ্যে কোনও সমস্যা রয়েছে। তাহলে ফের কেন বিয়ে করতে চান বিপাশা? কর্ণের সঙ্গে তাঁর সম্পর্ক কি শুধুই লোক দেখানো।

না! বিষয়টা তেমন নয়। ফের বিয়ে করতে চান বিপাশা, এ কথা ঠিক। সম্প্রতি মুম্বাইয়ে এক বইপ্রকাশ অনুষ্ঠানে নিজেই এ কথা স্বীকার করেছেন নায়িকা। তবে পাত্র হিসেবে থাকতে হবে কর্ণ সিংহ গ্রোভারকেই!

ওই অনুষ্ঠানে সাংবাদিকদের বিপাশা জানিয়েছেন, বিয়ের প্রস্তুতি ঠিক যেন কোনও ছবির প্রস্তুতির মতো। তার কথায়, 'একটা বিয়ে মানে কতরকম আইডিয়ার সমাহার। চেকলিস্ট মেলানো যেন আর শেষ হয় না। আমি যখন বিয়ে করেছিলাম ঠিক যেন কোনও ফিল্মের প্রিপারেশন। ফের ওই দিনটা ফিরে পেতে চাই। দু'জনের জার্নিটা অসাধারণ।

বিডি প্রতিদিন/১২ আগস্ট ২১০৭/আরাফাত

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow