Bangladesh Pratidin

প্রকাশ : ১২ আগস্ট, ২০১৭ ১৯:৫২ অনলাইন ভার্সন
নতুন ছবিতে প্রভাসের নায়িকা কে জানেন?
অনলাইন ডেস্ক
নতুন ছবিতে প্রভাসের নায়িকা কে জানেন?
ফাইল ছবি

'বাহুবলী'র সিক্যুয়ালে অভিনয় করে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছেন দক্ষিণী সিনেমার নায়ক প্রভাস। যদিও তার অধিকাংশ সিনেমাতেই জুটি হিসেবে ছিলেন দক্ষিণী নায়িকা আনুশকা শেট্টি ও কাজল আগারওয়াল। তবে আনুশকার সঙ্গে প্রভাসের ক্যামেস্ট্রি দর্শক মহলে বেশি প্রশংসা পেয়েছে। বিশেষ করে 'বাহুবলী' সিনেমায় প্রভাস-আনুশকা জুটির রসায়ন দর্শক সমাদৃত হয়েছে।

সম্প্রতি 'সাহো' নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস। স্বাভাবিকভাবেই প্রভাসের বিপরীতে আবারও  ভক্তরা আনুশকাকেই দেখতে চেয়েছিলেন। প্রথম দিকে সিনেমা সংশ্লিষ্টরা আনুশকাকেই প্রভাসের বিপরীতে নিতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক ওজন বেশি থাকায় তাকে নিচ্ছে না সিনেমা কর্তৃপক্ষ।

জানা যায়, 'সাহো' সিনেমার পরিচালক প্রভাসের বিপরীতে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত করেছেন। আর এতেই নাখোশ প্রভাসের ভক্তরা। ভারতের বিনোদন নির্ভর পত্রিকা বলিউড লাইফে একটি জরিপ পরিচালনা করা হয়। যেখানে অধিকাংশ ভোটার শ্রদ্ধাকে নেয়ায় অখুশি হয়েছেন। এতে করে সিনেমা মুক্তির পর তা ব্যবসাসফল নাও হতে পারে বলে মনে করছেন অনেকে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow