১৬ আগস্ট, ২০১৭ ১৫:২৯

এবার 'ডাকাত' মোশাররফ করিম

অনলাইন ডেস্ক

এবার 'ডাকাত' মোশাররফ করিম

ঈদুল আযহা উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ডাকাত। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং এল আর সোহেলের পরিচালনায় নাটকটিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। সদরঘাট, মেঘনা নদী, চাঁদপুরসহ বিভিন্ন সুন্দর লোকেশনে সম্প্রতি এই নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটিতে মোশাররফ করিমের সহ-শিল্পী হিসেবে অভিনয় করেছেন হাসনাত রিপন, তাসনুভা এলভিন, নূরে আলম নয়নসহ আরো অনেকে।

ঈদের ছুটিতে বাড়ি ফেরার লঞ্চ থেকে গল্পের শুরু। এক ছাপোষা চাকুরে যুবক ও এক মধ্যবয়সী ডাকাতের পরিচয় হয় লঞ্চে। তারা একই কেবিনের যাত্রী। সহযাত্রী একসময়ের কুখ্যাত ডাকাত শুনে স্বাভাবিকভাবেই সে মনে মনে আতঙ্কিত হয়ে পড়ে। ধীরে ধীরে এককালের প্রতাপশালী জাদরেল ডাকাতের ভেতরে সে আবিস্কার করে জীবনের প্রতি দয়াবান এক দুঃখী মানুষকে। সত্য ঘটনা অবলম্বনে ডাকাত গল্পটি আসলে স্রেফ একটি লঞ্চ যাত্রার গল্প হয়ে থাকে না। হয়ে ওঠে দুজন পৃথক বয়সী ও শ্রেণীর  মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রার গল্প।

পরিচালক এল আর সোহেল জানান, নাটকটি ঈদুল আযহা উপলক্ষে আর টিভিতে প্রচার হবে। 

বিডি প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর