শিরোনাম
১৭ আগস্ট, ২০১৭ ১৫:৪৮

'স্নিফ' সিনেমার গেম নির্মাতা শিল্পা

অনলাইন ডেস্ক

'স্নিফ' সিনেমার গেম নির্মাতা শিল্পা

ফাইল ছবি

বলিউডের ইতিহাসে সিনেমার জন্য গেম তৈরির ঘটনা এই প্রথম। আর এ ক্ষেত্রে পথিকৃত হয়ে রইলেন অভিনেত্রী শিল্পা শেঠি

আসছে ২৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে ভারতে নির্মিত প্রথম স্পাই সুপারহিরো সিনেমা ‘স্নিফ’। আমোল গুপ্তের লেখা ও পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রটি মুক্তির আগেই এর নির্মাণকারী প্রতিষ্ঠান ইরস ইন্টারন্যাশনালের ট্রিনিটি পিকচার্স শিশুদের জন্য নিয়ে এসেছে নতুন একটি গেম। আর এ গেমটি প্রস্তুত করেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার প্রতিষ্ঠান ভিয়ান স্টুডিও।

বলিউডের ইতিহাসে কোনো সিনেমার জন্য একটি গেম তৈরির ঘটনা এই প্রথম। আর এমন ঘটনার পথিকৃত্ হয়েই রইলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।

গেমটির উদ্বোধনী অনুষ্ঠানে ট্রিনিটি পিকচার্সের পক্ষ থেকে বলা হয়, শিশুদের জন্য এমন চমৎকার একটি সিনেমা তৈরি করার জন্য চলচ্চিত্রটির লেখক ও পরিচালকের কাছে তারা কৃতজ্ঞ। ভারতে এ ধরনের সিনেমার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও জানান ট্রিনিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। 

এদিকে গেমটি তৈরির জন্য তাদের প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখার জন্য ইরসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ কুন্দ্রা।

বিডিপ্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর