২২ আগস্ট, ২০১৭ ১০:২০

'আপনি আমাদের মাঝে ছিলেন, আছেন, থাকবেন'

অনলাইন ডেস্ক

'আপনি আমাদের মাঝে ছিলেন, আছেন, থাকবেন'

নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন তারকারা।

ফেসবুকে ঢালিউড অভিনেতা শাকিব খান লিখেছেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক স্যার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, কিছুই লেখার ভাষা নেই... জীবদ্দশায় একটি বার ওনাকে খুব কাছ থেকে পেয়েছিলাম... সিঙ্গাপুরে... একটা শোতে... উনি একটা চেয়ারে বসে ছিলেন আর আমি মাটিতে বসে ওনার সাথে গল্প করছিলাম... সার কেমন জানি খালি লাগছে... আপনি থাকবেন আমাদের গভীরে... বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে আপনার নাম থাকবে...চিরদিন... আপনি রাজা হয়ে থাকবেন আমাদের অন্তরে। 

নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের চলে যাওয়া মানে কেবলই শারিরীক প্রস্থান। তার কীর্তিই তাকে অমর করে রাখবে। শ্রদ্ধা।

চঞ্চল চৌধুরী লিখেছেন, বিনম্র শ্রদ্ধা...

অপু বিশ্বাস লিখেছেন, প্রিয় আংকেল, আপনার চলে যাওয়া আমাদের অভিভাবক শুন্য করে দিয়েছে। আপনার দোয়া আপনার ভালোবাসা, আমাদের সঙ্গী হয়ে থাকবে।যেখানে থাকুন ভালো থাকুন...

সুরকার প্রিন্স মাহমুদ নায়করাজকে নিয়ে নিজের লেখা একটি কবিতা শেয়ার করেছেন ফেসবুকে। 'হে নায়ক রাজ' শিরোনামের কবিতাটির কয়েকলাইন, 'কে তুমি? প্রজন্ম কি জানে? তোমার পরে কাউকে গুণতে হলে ১ এর পর সমস্তটাই খালি, কিচ্ছু দেখা যায় না।১০১ থেকে শুরু করা যেতে পারে...'

মাহিয়া মাহি লিখেছেন, সবাই নায়ক রাজ রাজ্জাকের জন্য দোয়া করবেন। 

চলচ্চিত্র অভিনেত্রী বুবলী লিখেছেন, স্যার আপনি আমাদের মাঝে ছিলেন, আছেন, থাকবেন...। আল্লাহ্ আপনাকে বেহেস্ত নসীব করুক...। আমিন!

অভিনেতা জায়েদ খান লিখেছেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত আজীবন সদস্য এবং প্রতিষ্ঠাতা সভাপতি নায়করাজ রাজ্জাক ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.....রাজিউন। তার ইন্তেকালে চলচ্চিত্র শিল্পী সমিতি তিন দিনের শোক ঘোষণা করছে।

অভিনেতা ওমর সানি লিখেছেন, খবরটা শোনার পর ভীষণ একটা ধাক্কা খেলাম। উনি আমার অভিভাবক ছিলেন। তাকে এভাবে হারাবো ভাবতে পারিনি। তার শূন্যতা কিছুতেই পূরণ হবে না। উনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য সম্পদ। মাথার উপর থেকে ছায়া হারালাম।

নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে ৩৫টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন অঞ্জনা সুলতানা। তিনি ফেসবুকে লিখেছেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়ক রাজ রাজ্জাক ভাই আর আমাদের মাঝে নেই।

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে লেখা হয়েছে, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়ক রাজ রাজ্জাক সাহেব মৃত্যুবরণ করায় আমরা গভীরভাবে শোকাহত। ওনার আত্মার শান্তি কামনা করছি। তার সন্মানে ২২ আগস্ট হোটেল সোনারগাঁও, বলরুম এর 'বেপরোয়া' সিনেমার মহরত অনুষ্ঠানটি বাতিল করা হলো।

বিডি প্রতিদিন/২২ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর