২৩ আগস্ট, ২০১৭ ১০:৫৫

গুলশানে নায়করাজের দোয়া মাহফিল শুক্রবার

অনলাইন ডেস্ক

গুলশানে নায়করাজের দোয়া মাহফিল শুক্রবার

রাজধানীর বনানী কবরস্থানে বুধবার সকালেই চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে নায়করাজ রাজ্জাককে। আগামী শুক্রবার বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই দিন গুলশানের আজাদ মসজিদে বাদ আসর এই দোয়া মাহফিল হবে বলে জানিয়েছেন নায়করাজের ছোট ছেলে সম্রাট।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বনানী কবরস্থানে রাজ্জাককে সমাহিত করার পর তিনি একথা জানান। একই সঙ্গে বাবার মৃত্যুতে দেশের মানুষ যে ভালোবাসা দেখিছেন, সেজন্যও সকলের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন বাংলা সিনেমার এই অভিনেতা।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় ৭৫ বছর বয়সে পৃথিবী থেকে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান নায়করাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই গোটা চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। 

বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর