২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩৪

ধর্ষণ মামলায় 'চেন্নাই এক্সপ্রেস' প্রযোজকের আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক

ধর্ষণ মামলায় 'চেন্নাই এক্সপ্রেস' প্রযোজকের আত্মসমর্পণ

ফাইল ছবি

ধর্ষণ মামলায় আত্মসমর্পন করলেন চেন্নাই এক্সপ্রেস ছবির প্রযোজক করিম মোরানি। ভারতের সুপ্রিমকোর্টে তার জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ার পর হায়াতনগর থানায় গিয়ে তিনি ধর্ষণ মামলায় জড়িত থাকার কথা স্বীকার করে নেন।

কিছুদিন আগে তাকে সুপ্রিমকোর্টে হাজির হতে হয় ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত থাকার কারণে। দিল্লিতে বসবাসকারি এক ২৫ বছরের তরুণীকে নায়িকা হওয়ার সুযোগ করে দেওয়ার নামে তাকে বার বার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন। সেই তরুণী অভিযোগ করেছেন, করিম মোরানি তার গোপন ছবি স্যোশাল নেটওয়ার্কে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়েছেন।

ধর্ষণ,প্রতারনা, ভীতি প্রদর্শন সহ একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। গত ৫ জানুয়ারি থেকে এই মামলা চলে হায়দ্রাবাদ হাইকোর্টে। কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে পাল্টা মামলা করেন প্রযোজক। কিন্তু গতকাল তার সেই জামিনের আবেদন খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত। তার পরেই মোরানি পুলিশের কাছে আত্মসমর্পন করেন।


বিডি-প্রতিদিন/ ২৩ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর