২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:০৮

অস্কার মনোনয়ন নিয়ে হতাশ প্রিয়াঙ্কা চোপড়া!

অনলাইন ডেস্ক

অস্কার মনোনয়ন নিয়ে হতাশ প্রিয়াঙ্কা চোপড়া!

সংগৃহীত ছবি

৯০তম অস্কার আসরের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ভারত থেকে রাজকুমার রাও অভিনীত 'নিউটন' মনোনয়ন পেয়েছে। কিন্তু এ সিদ্ধান্তে খুশি হতে পারেননি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার মা মধু চোপড়া।

কারণ প্রিয়াঙ্কার প্রত্যাশা ছিল তার মারাঠি সিনেমা 'ভেন্টিলেটর' অস্কারের দৌড়ে মনোনয়ন পাবে। কারণ দেশি-বিদেশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। এমনকি একাধিক শাখায় জিতেছে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রাথমিক নির্বাচনের ২৬টি সিনেমার মধ্যেও ছিল এটি। প্রিয়াঙ্কা ও তার মা নাকি ভেবেছিলেন অস্কার দৌড়ে থাকবে তাদের সিনেমা। এজন্য অনেক পরিকল্পনাও করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় হতাশ হয়েছেন তারা।

এ প্রসঙ্গে ভেন্টিলেটর সিনেমার পরিচালক রাজেশ মাপুস্কর জানান, ২২ সেপ্টেম্বর ঘোষণার দিনটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করেছেন তারা। তার আগের দিনের স্মৃতিচারণ করে তিনি প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার উচ্ছ্বাসের বিষয়টিও প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি তাকে এ বিষয়ে চিন্তা না করতে বলেছিলাম, আশ্বাস দিয়েছিলাম ভালো সিনেমাটিই নির্বাচিত হবে। কিন্তু পরদিন ঘোষণা পাওয়ার পর খুব হতাশ হয়েছিলাম।’

তিনি আরো জানান, সিনেমাটি নির্বাচিত করার জন্য প্রিয়াঙ্কা চেষ্টার কোনো ত্রুটি করেননি। যদিও এ বিষয়ে এ অভিনেত্রীর সঙ্গে তার কথা হয়নি। মাপুস্কার বলেন, ‘আমার ধারণা প্রিয়াঙ্কা আরো বেশি হতাশ কারণ তিনি সিনেমাটি নিয়ে খুব আশাবাদী ছিলেন। যদি এটি নির্বাচিত হতো, তা হলে তিনি নিশ্চিত ছিলেন এটি অস্কারের অন্যতম আলোচিত সিনেমা হতো কারণ ইতোমধ্যে তিনি ওখানে বেশ পরিচিত। ভেন্টিলেটর তাদের প্রযোজিত অন্যতম প্রিয় সিনেমা।’

ভেন্টিলেটর সিনেমাটি প্রাথমিক বাছাইয়ে শীর্ষ তিনটি সিনেমার মধ্যে ছিল কিনা তা নিশ্চিত জানা না গেলেও কিছু সংখ্যক সদস্য সিনেমাটির পক্ষে ভোট দিয়েছিলেন বলে জানিয়েছেন ১৪ সদস্যের জুরি বোর্ডের একটি সূত্র। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুপ্রাণ সেন বলেন, ‘এটি একটি সর্বসম্মত সিদ্ধান্ত। তালিকায় দঙ্গল ও মুক্তি ভবন’র মতো সিনেমাও ছিল।’

বিডিপ্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর,২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর