Bangladesh Pratidin

প্রকাশ : ১২ অক্টোবর, ২০১৭ ১৫:৫২ অনলাইন ভার্সন
আপডেট : ১২ অক্টোবর, ২০১৭ ১৫:৫৩
ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্টিক দৃশ্যে নার্ভাস রাজকুমার
অনলাইন ডেস্ক
ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্টিক দৃশ্যে নার্ভাস রাজকুমার
সংগৃহীত ছবি
bd-pratidin

ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী। দীর্ঘ ১৭ বছর পর অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তিনি।‘ফ্যানি খান’ সিনেমায় দেখা যাবে তাদের।সিনেমাটিতে দেখা যাবে রাজ কুমার রাওকেও। 

অতুল মঞ্জেকার পরিচালিত ছবিটিতে ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করবেন রাজকুমার। কিন্তু কোনও রোমান্টিক দৃশ্যে এখনো অভিনয় করেননি এ জুটি। কিন্তু বিষয়টি নিয়ে রাজ কুমার রাও নার্ভাস বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রাজ কুমার রাও বলেন, ‘আমি সিনেমাটির শুটিং শুরু করেছি। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে এখনো শুট শুরু করিনি। যদিও আমাদের ওয়ার্কশপ শেষ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গল্পে আমাদের প্রেমের একটি সম্পর্ক রয়েছে। আমি এই দৃশ্যের জন্য অপেক্ষা করছি। যদিও আমি নার্ভাস ও আলোড়িত কারণ বিশ্ব সুন্দরীর সঙ্গে রোমান্স করতে হবে।তবে এটা স্বাভাবিকভাবেই চলে আসবে এটা আমি নিশ্চিত।’

‘ফ্যানি খান’ সিনেমাটি প্রযোজনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। আগামী বছর এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিডিপ্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ই জাহান

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow