Bangladesh Pratidin

প্রকাশ : ১২ অক্টোবর, ২০১৭ ২১:১৪ অনলাইন ভার্সন
আপডেট : ১২ অক্টোবর, ২০১৭ ২১:২২
তিন মাসের মধ্যে ফের ঘর ভাঙল শ্রাবন্তীর!
অনলাইন ডেস্ক
তিন মাসের মধ্যে ফের ঘর ভাঙল শ্রাবন্তীর!
ফাইল ছবি
bd-pratidin

দীর্ঘদিন প্রেমের পর কয়েক মাস আগেই কৃষেণ ব্রজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। কিন্তু মাত্র ৮৫ দিনের মাথায় এ সংসারও টিকল না শ্রাবন্তীর। তিন মাসের মধ্যেই ঘর ভাঙল তাদের।

জানা গেছে, সুপার মডেল কৃষেণ ব্রজের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে শ্রাবন্তীর। এর আগে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ নায়িকা। 

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, দুজনে মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি। শ্রাবন্তী বলেন,  মানসিক চাপ নিয়ে নিজের ক্ষতি করতে পারব না। কারণ আমার ছেলে, বাবা-মা সব সময় আমাকে আগলে রাখে। মাঝে মাঝে ভাবি এত ভালোবেসেও আমি ভালোবাসা পেলাম না। তারপর ভাবি বাইরের লোক যাই বলুক আমি তো জানি কেন ওর সঙ্গে সংসার করতে পারলাম না।

শ্রাবন্তী বলেন, আমি খুবই আবেগপ্রবণ। সংসার করতে ভালোবাসি। কিন্তু এখন মনে হয়, শুধু বর থাকলেই সংসার হয় না। বাবা-মা, ছেলেকে নিয়েও সংসার হয়। প্রতিটা মেয়েই চায় সংসার করতে। আমার কপালে যা ছিল তাই হয়েছে।

বিডিপ্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ই জাহান

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow