Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০১৭ ০৩:২২ অনলাইন ভার্সন
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৭ ০৮:৩০
বিয়ে না করেই সন্তানসম্ভবা মডেলকে নিয়ে হইচই
অনলাইন ডেস্ক
বিয়ে না করেই সন্তানসম্ভবা মডেলকে নিয়ে হইচই
bd-pratidin

বছর কুড়ির আমেরিকান মডেল কাইল জেনার। ২০১৪-তে আমেরিকার ২৫ জন ক্ষমতাশালী যুবক-যুবতীদের মধ্যে একজন ছিলেন এই কাইল জেনার। বেশ কিছু মিউজিক অ্যালবামও রয়েছে তার। সমাজ সেবাতেও তিনি ব্যস্ত রাখেন নিজেকে।

কাইল জেনারের পুরুষ বন্ধুর নাম ট্রাভিস স্কট। এই মুহূর্তে খবর বিবাহ না করেই সন্তানসম্ভবা হয়ে পড়েছেন প্রভাবশালী এই আমেরিকান মডেল। তিনি জানিয়েছেন, বিয়ের কোনও ইচ্ছেই নেই তার।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় কাইল জেনার। নানা কায়দার সাহসী ছবি সোশ্যাল মিডিয়ায় দেন তিনি। এইভাবেই নিজের ফ্যানেদের কাছে পৌঁছে গিয়েছেন কাইল জেনার। আর এইজন্যই জনপ্রিয়তা বাড়ছে বছর কুড়ির আমেরিকান মডেলের।

সম্প্রতি তিনি সন্তানসম্ভবা হয়েছেন। এই নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে হইচই পড়ে গেছে।

বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/আরাফাত

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow