২২ অক্টোবর, ২০১৭ ১৬:১৬

চলে গেলেন রানী মুখার্জির বাবা

অনলাইন ডেস্ক

চলে গেলেন রানী মুখার্জির বাবা

না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বাবা রাম মুখার্জি। শনিবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী কৃষ্ণা মুখার্জি, কন্যা রানী ও পুত্র রাজা মুখার্জিকে রেখে গেছেন। মৃত্যু সংবাদ জানিয়ে কৃষ্ণা মুখার্জি বলেন, 'হঠাৎ তার রক্তচাপ কমে যাওয়ায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ডাক্তার জানান, ভোর ৫টার দিকে তিনি মারা গেছেন। সব কিছু কেমন যেন হঠাৎ করেই ঘটে গেল।'

প্রয়াত রাম মুখার্জি বাংলা ও হিন্দি সিনেমার প্রবীণ প্রযোজক ও চিত্রনাট্যকার ছিলেন। তিনি একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- 'রক্ত ধারা', 'তোমার রক্তে আমার সোহাগ' 'রক্তলেখা' প্রভৃতি।

রাম মুখার্জি ভারতের মুম্বাইতে ফিল্মমালা নামে একটি স্টুডিও গড়ে তোলেন। তার অধিকাংশ বিখ্যাত চলচ্চিত্রের কাজ এ স্টুডিওতে করা হয়েছে।

বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর