১৮ নভেম্বর, ২০১৭ ১০:২৯

ভারতের সংস্কৃতিতে যৌনতা মানেই বিয়ে : বিদ্যা

অনলাইন ডেস্ক

ভারতের সংস্কৃতিতে যৌনতা মানেই বিয়ে : বিদ্যা

বিদ্যা বালান ‘ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। তার মুখেই জনপ্রিয় হয়েছিল ‘এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট’ ডায়ালগ।

শুক্রবার মুক্তি পেয়েছে বিদ্যা বালানের ছবি ‘তুমহারি সুলু’। ছবির প্রচারে গিয়ে বিদ্যার মুখে উঠে এসেছে ‘সেক্স’ প্রসঙ্গ। তিনি বলেছেন, ‘এটা খুবই হাস্যকর যে বিশ্বের অন্যতম জনবহুল দেশ হয়েও, সর্বসমক্ষে আমরা সেক্স নিয়ে কথা বলতে পারি না। এখানে সেক্স বিষয়টাকে খুব নিচু করে দেখানো হয়। কারণ এ দেশের সংস্কৃতিতে যৌনতা মানেই বিয়ে।’’

‘তুমহারি সুলু’ ছবিতে একজন আরজে(রেডিও জকি)-র ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা। সাধারণ এক গৃহবধূ মাঝরাতে রেডিও জকি হয়ে শো সঞ্চালনা করেন। সেই সময় তার কণ্ঠে শুধুই আবেদন। কাজের সুবাদে রাতজাগা প্রেমিক-চৌকিদার-পাগলদের জন্য তাকে বলতে হয়, ‘সেক্স আর পাঁচটা কাজের মতোই একটা কাজ। যেমন আমরা বলি চলো ওয়াশিং মেশিন চালাই। তেমনই বলা উচিত চলো, সেক্স করি।’

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর