১৮ নভেম্বর, ২০১৭ ১৪:০০

টিভি সিরিজ বিক্রিতে দ্বিতীয় তুরস্ক, প্রথম যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

টিভি সিরিজ বিক্রিতে দ্বিতীয় তুরস্ক, প্রথম যুক্তরাষ্ট্র

টিভি সিরিজ বিক্রিতে যুক্তরাষ্টের পরপরই স্থান করে নিয়েছে তুরস্ক। দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী নোমান কুরতুলমুস সম্প্রতি সংসদীয় পরিকল্পনা ও বাজেট কমিটিতে এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের জনপ্রিয় টিভি ধারাবাহিকগুলো ২০০ এর বেশি দেশে রফতানি করা হয়েছে। যা দেশটির টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী করেছে।

মধ্যপ্রাচ্য থেকে বলকান অঞ্চলের দেশগুলো ছাড়াও পূর্ব ইউরোপ ও ল্যাটিন আমেরিকাতে তুরস্কের টিভি ধারাবাহিকগুলোর জনপ্রিয়তা পেয়েছে। যার প্রবণতা শুরু হয়েছিল পাঁচ বছর আগে। অসুস্থ সন্তানকে নিয়ে একা মায়ের লড়াইয়ের কাহিনী নিয়ে নির্মিত 'বিনবির গেচে' (এক হাজার এক রাত) ধারাবাহিকটির মাধ্যমে।

অটোমান সুলতান সুলেমানকে নিয়ে নির্মিত তুরস্কের ধারাবাহিকটি ৭০টির দেশের ২৫০ মিলিয়ন মানুষ দেখেছে। তুরস্কের ফিল্ম প্রডিউচার্স প্রফেশনাল অ্যাসোসিয়েশনের মতে, গত বছর সরকার ২০০ এর বেশি চলচ্চিত্র বিষয় প্রকল্পে ৭.৭ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে। যা এ বছর দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর