১৯ নভেম্বর, ২০১৭ ১১:১৩

যৌন নির্যাতন প্রতিটি বাড়িতেই হয়: রাধিকা আপ্তে

অনলাইন ডেস্ক

যৌন নির্যাতন প্রতিটি বাড়িতেই হয়: রাধিকা আপ্তে

সংগৃহীত ছবি

যৌন নির্যাতন যে শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রিতে হয় এমন নয় এটি সবখানেই ঘটে থাকে। এমনকি প্রতিটি বাড়িতেই কমবেশি যৌন নির্যাতন হয়ে থাকে বলে মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা জানান, প্রতিটি বাড়িতে কমবেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটে থাকে। শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি সীমাবদ্ধ নয়। পৃথিবীর সর্বত্র শিশুনিগ্রহ বা ওই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে থাকে। ভারতেও হয়। যৌন নির্যাতনের শিকার শুধুমাত্র নারীরা হয়ে থাকেন, তা মনে করেন না রাধিকা। তাঁর কথায়, পুরুষ মানুষও যৌন নিগ্রহের শিকার হয়। বাদ যায় না বাচ্চা ছেলেরাও। যেখানে যে ক্ষমতাবান সেখানে সে তার বলপ্রয়োগ করে থাকে।

তিনি আরও বলেন, যৌন নিগ্রহের ঘটনা ইন্ডাস্ট্রিতে কারোর সঙ্গে ঘটলে চুপ করে থাকা উচিত নয়। দরকার প্রতিবাদ করার। সরব হওয়ার।  তাঁর মতে, পরিশ্রম আর নিজের প্রতিভার প্রতি আস্থা রেখে এগিয়ে যেতে হবে। মুখ খুললে নিজের ক্ষতি হবে বা ভবিষ্যতে বিপদে পড়তে হবে, এসব ভাবলে চলবে না। তাহলেই এই ধরনের ঘটনা কম ঘটবে।

বিডিপ্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর