২০ নভেম্বর, ২০১৭ ১৯:৪৯

সালমান শাহ অপমৃত্যু মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল

আদালত প্রতিবেদক:

সালমান শাহ অপমৃত্যু মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল

ফাইল ছবি

চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর মামলা তদন্তের অগ্রগতি বিষয় প্রতিবেদন দাখিল করা হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বাবুল ওই প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মা নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ঘটনার সর্ম্পকে জিজ্ঞাসা করি। ঘটনার সাথে সংশ্লিষ্ট অতিরিক্ত সাক্ষী হুমায়ুন কবির, আ. সালাম, দেলোয়ার হোসেন শিকদার, আ. খালেক হাওলাদার, বাদল খন্দকার (চলচিত্র পরিচালক), শাহ আলম কিরণ (চলচিত্র পরিচালক), মুশফিকুর রহমান গোলজার, এস এম আলোক সিকদার ও হারুন আর রশিদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ১৬১ ধারায় জবানবন্দি রেকর্ড করি। সাক্ষীদের ঠিকানা নির্ণয়ের জন্য জন্য কতিপয় সাক্ষীর স্থায়ী ঠিকানায় অনুসন্ধান স্লিপ ইস্যু করি। এছাড়া আদালতের নির্দেশে রুবির ভিডিও ফুটেজ পর্যালোচনা করি। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। 
 
এরআগে ২০১৬ সালের ৭ ডিসেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত।
 
অপমৃত্যু মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। এঘটনায় অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। 
 
পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন করেন। পরে অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকান্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। সালমান শাহর মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। ওই চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উলে­খ করা হয়। 
 
সিআইডির সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। ওই প্রতিবেদনেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উলে­খ করা হয়। ২০১৪ সালের ২১ ডিসেম্বর সালমান শাহর মা নীলা চৌধুরীর বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং আদালতে নারাজি আবেদন করেন। শুনানী শেষে আদালত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে তদন্তের নির্দেশ দেন। পরে অন্য আদালত আদেশ দেন, এ ঘটনা র‌্যাব তদন্ত করতে পারবে না।
বিডিপ্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর