১৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪০

যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিবেশী ক্লুনি

অনলাইন ডেস্ক

যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিবেশী ক্লুনি

স্ত্রীর সঙ্গে জর্জ ক্লুনি

তারকাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। তারকারা হলিউডের হলে তো কথাই নেই। আর সব তারকাই  চেষ্টা করেন ব্যক্তিজীবনের গোপনীয়তা রক্ষা করে যাওয়ার। এজন্যই বসবাস কিংবা অবকাশ যাপনের জন্য তারা এমন নিরিবিলি স্থান বেছে নেন যেখানে সাধারণের আনাগোনা নেই।

হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার স্ত্রী আমালও এমন জায়গা বেছে নিয়েছেন। ওই এলাকায় থাকেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মেও। সেন্ট্রাল লন্ডন থেকে এক ঘণ্টা লাগে সোনিং নামের জায়গাটিতে যেতে। এখানেই দুই বছর আগে বাড়ি কিনেন ক্লুনি দম্পতি। ৯ বেডরুমের বাড়িটি আবেরলাশ হাউজ নামেই পরিচিত। এটি তৈরি হয়েছিল ১৭০০ শতকে বানানো।

নদীর তীরের শহর হওয়াতে প্রাকৃতিক বৈচিত্র্যের তুলনা নেই। এলাকাটিও ধীরস্থির ও শান্ত প্রকৃতির। সবচেয়ে বড় ব্যাপার হলো পাপারাজ্জিদের ক্যামেরার ভয়ে থাকার ঝামেলা নেই।

বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর