১৭ ডিসেম্বর, ২০১৭ ২২:২৬

মুক্তির দিনেই বাজিমাত করল 'স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই'

অনলাইন ডেস্ক

মুক্তির দিনেই বাজিমাত করল 'স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই'

সংগৃহীত ছবি

ওয়াল্ট ডিজনির স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাইর সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ছবিটি প্রথম দিনে শুধু যুক্তরাজ্য থেকেই ১২০ লাখ মার্কিন ডলার আয় করেছে। 

যুক্তরাজ্যের বক্স অফিসের ইতিহাসে এটি তৃতীয় ছবি, যা প্রথম দিনেই এ ইতিহাস গড়ল। 

২০১৫ সালে দ্য ফোর্স অ্যাওয়েকেন মুক্তির প্রথম দিনেই ১৪৬ লাখ ডলার আয় করেছিল।  দ্বিতীয় অবস্থানে রয়েছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: পার্ট ২। 

তবে ২০১৭ সালে মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের দৌঁড়ে প্রথমেই অবস্থান করছে দ্য লাস্ট জেডাই।

বিভিন্ন দেশে দ্য লাস্ট জেডাই মুক্তি পেয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর। ডিজনির তথ্য অনুযায়ী, নিজ দেশ যুক্তরাষ্ট্রেই ছবিটি আয় করেছে ৪৫০ লাখ ডলার। বিশ্বজুুড়ে মোট আয় ৬৮০ লাখ ডলার। 

মোট ৪৮টি দেশে ছবিটি মুক্তি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ আয় হয়েছে যুক্তরাজ্যে। শুধু চীনেই ছবিটি এখনো মুক্তি পায়নি। সেখানে ৫ জানুয়ারি মুক্তি পাবে। 

স্টার ওয়ারস সিরিজের অষ্টম পর্বের টিজার মুক্তি পায় ১৪ এপ্রিল। স্টার ওয়ারসের ভক্তরা যে ছবিটি মুক্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল, তার প্রমাণ ২৪ ঘণ্টারও কম সময়ে ইউটিউবে ছবিটির শুধু টিজারই দেখা হয়েছে ১৬ কোটি বারের বেশি।

বিডিপ্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর