Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০১৮ ২১:২৭ অনলাইন ভার্সন
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৮ ২১:৩০
রণবীরকে পোশাক পরতে বারণ করবেন দীপিকা!
অনলাইন ডেস্ক
রণবীরকে পোশাক পরতে বারণ করবেন দীপিকা!
ফাইল ছবি

বলিউডে জোর গুঞ্জন, এবার খুব শীঘ্রই নাকি বিয়ে করবেন রণবীর-দীপিকা। তবে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, রণবীরের একটা বিষয় কিন্তু অপছন্দ দীপিকার। আর সেকথা সরাসরি বলেই ফেললে এই অভিনেত্রী।

সম্প্রতি, নেহা ধুপিয়ার একটি টেলিভিশন শোয়ে হাজির হয়েছিলেন দীপিকা। সেখানেই দীপিকাকে জিজ্ঞেস করা হয় বিয়েতে কোন ডিজাইনারের পোশাক তিনি পড়ছেন? কোনও কিছু না ভেবেই দীপিকা উত্তর দেন বাঙালি ডিজাইনার সব্যসাচীর নাম নেন।

এরপরেই নেহা দীপিকাকে প্রশ্ন করেন রণবীরকে কোন কাজ করতে তিনি বারণ করতে চান? দীপিকা উত্তরে বলেন রণবীর ভয়ঙ্কর পোশাক পরতে তিনি বারণ করবেন।

প্রসঙ্গত, রণবীর সিংকে মাঝে মধ্যেই অদ্ভুত সব পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেছে। তবে রণবীরের এই আজব ফ্যাশান বোধহয় প্রেমিকা দীপিকার একেবারেই পছন্দ নয়। সে যাই হোক, রণবীর নিশ্চয় ভবিষ্যতে প্রেমিকা দীপিকার কথা মেনে চলবেন। 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow