Bangladesh Pratidin

প্রকাশ : ২১ জানুয়ারি, ২০১৮ ১০:৫৩ অনলাইন ভার্সন
দর্জির কাজ করছেন বরুণ ধাওয়ান
অনলাইন ডেস্ক
দর্জির কাজ করছেন বরুণ ধাওয়ান
সংগৃহীত ছবি

কাজের ফাঁকে ইনস্টাগ্রাম চেক করতে গিয়ে চোখ কপালে উঠল অনেকের। কারণ দর্জির কাজ করছেন বরুণ ধাওয়ান। নিজের হাতে বালিশের কভার বানিয়েছেন বলিউড টাউনের এই হার্টথ্রব। 

বালিশের কাভার বানিয়েই নিশ্চিন্ত হননি, বালিশের কভার নিয়ে একখানা ছবিও তুলে ফেলেছেন। সেই ছবিতে লেখা, ‘মাই পিলো’। মনে হচ্ছে , অভিনয় ছেড়ে দর্জিই হয়ে গিয়েছেন বরুণ। গায়ে লাল-কালো চেকের শার্ট। গলায় ঝুলছে কাপড়ের মাপ নেওয়ার ফিতে।

আসলে নিজের নতুন ছবি ‘সুই ধাগা’তে দর্জির চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। যশ রাজ ফিল্মসের এ ছবির পরিচালক শরৎ কাটারিয়া। এই শরৎই ‘দম লাগা কে হেইসা’র মতো ছবির মাধ্যমে বলিউডের মাটিতে পা রেখেছিলেন। ‘সুই ধাগা’র চিত্রনাট্য আবার নিজেই লিখেছেন।

চলতি বছরেই সম্পূর্ণ হবে ‘সুই ধাগা’ ছবির শুটিং। আগামী ২৮ সেপ্টেম্বর ছবি মুক্তির সম্ভাব্য দিন হিসেবে নির্দিষ্ট হয়েছে। এই বছরই মুক্তি পেতে চলেছে বরুণের অক্টোবর ছবিটিও। ‌‌


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow