২৩ জানুয়ারি, ২০১৮ ০৯:১৫

চীনে ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'বজরঙ্গি ভাইজান'!

অনলাইন ডেস্ক

চীনে ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'বজরঙ্গি ভাইজান'!

সংগৃহীত ছবি

বলিউডের সুলতান খ্যাত সালমান খান। তার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম সেরা ছবি 'বজরঙ্গি ভাইজান'। পাকিস্তান থেকে ভারতে এসে আটকে পড়া এক বোবা শিশুর নিজ দেশে ফেরার গল্প নিয়ে নির্মিত ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার ছবিটি চীনের ৮ হাজারের বেশি প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেতে চলেছে।

কবির খানের এই ছবিটি আগামী ২ মার্চ, চীনা ল্যান্টার্ন ফেস্টিভ্যালে মুক্তি। এই প্রথম সালমান অভিনীত কোনও ছবি ওই দেশে মুক্তি পাবে বলে জানিয়েছে ছবিটির পরিবেশনা সংস্থার।

সম্প্রতি ভারতীয় সিনেমার গুরুত্বপূর্ণ বাজার ও বক্স অফিস আয়ের উৎস হিসেবে উঠে এসেছে চীন। কয়েকদিন আগে, চীনে ব্যাপক জনপ্রিয় হয়েছে আমির-খান অভিনীত ছবি ‘দঙ্গল’।

সংস্থার মুখপাত্র জানান, ভারত-চীন যৌথ প্রযোজনার কাজ এগিয়ে চলছে। এর মধ্যেই, ভারতের অন্যতম জনপ্রিয় সুপারস্টারের ছবি সেখানে মুক্তি পেতে চলেছে। তাঁর দাবি, সীমান্তপার সৌহার্দ্য ও বন্ধুত্বের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি চীনে জনপ্রিয় হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের জুলাই মাসে ভারতে ৪,২০০টি প্রেক্ষাগৃহে এবং বিদেশের সাতশোর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বজরঙ্গি ভাইজান’।

বিডিপ্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর