Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ জানুয়ারি, ২০১৮ ০১:৫৫ অনলাইন ভার্সন
প্রভাসকে বিয়ে করছেন না আনুশকা
অনলাইন ডেস্ক
প্রভাসকে বিয়ে করছেন না আনুশকা
ফাইল ছবি

প্রভাসের সঙ্গে বিয়ে হচ্ছে আনুশকা শেট্টির। ‘বাহুবলী টু’ সিনেমার পর থেকে শুরু হয়েছে এমনই গুঞ্জন। কিন্তু, আদতে প্রভাসের গলায় মালা দিচ্ছেন কিনা, সম্প্রতি এমনই এক প্রশ্নের উত্তর দিলেন আনুশকা নিজেই।  

আনুশকাবলেন, ‘আমরা খুব ভাল বন্ধু। কিন্তু আমরা বিয়ে করছি না। এই মুহূর্তে আমার বিয়ে করার কোনও তাড়াও নেই।’ অর্থাৎ এই মুহূর্তে আনুশকা যে বিয়ে করছেন না, তা এক কথায় প্রায় স্পষ্টই করে দিয়েছেন।

বর্তমানে আনুশকা ‘বাগমতি’ নিয়ে ব্যস্ত, আর প্রভাসও ব্যস্ত ‘সাহো’ সিনেমার শুটিং নিয়ে। তবে প্রভাস এবং আনুশকা শেঠিকে বাহুবলীর মত আর কোনও সিনেমায় ফের একসঙ্গে দেখা যাবে কি না, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি দু’জনের কেউই।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow