১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:১০

মঞ্চ নাটকে প্রথম সৌদি নারী

অনলাইন ডেস্ক

মঞ্চ নাটকে প্রথম সৌদি নারী

সৌদি আরবে অনেক আগ থেকেই মঞ্চ নাটকের প্রচলন রয়েছে। এসব নাটকে নারী চরিত্রও ছিল। কিন্তু তাতে অভিনয় করতেন পুরুষরা। কারণ নারী-পুরুষের মঞ্চ ভাগাভাগি ছিল অবৈধ। এবার তাতে পরিবর্তন আসছে। সৌদি আরবের মঞ্চ নাটকে প্রথমবারের মতো নারী শিল্পীর পদার্পন ঘটছে। যাকে দেশটির ইতিহাসে অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২১ বছর বয়সী সেই নারী শিল্পীর নাম নাজাত মুফতাহ। তথ্য প্রযুক্তির ওপর পড়াশুনার পাশাপাশি তিনি শিল্পীও। স্কুলে মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু কখনই ভাবতেই পারেননি বাণিজ্যিক নাটকে তিনি অভিনয়ের সুযোগ পাবেন। নাজাত বলেন, প্রথম অভিনেত্রী হিসেবে এটা করার সুযোগ পেয়ে খুশি লাগছে।

বিখ্যাত ডিজনি ছবি 'দ্য এমপেরর'স নিউ গ্রুভ' অবলম্বনে মঞ্চ নাটকে অভিনয় করবেন নাজাত। গত বছরও সৌদি আরবে নাটকটি চারবার প্রদর্শিত হয়। এবার সেই নাটকটিতেই নারী শিল্পী হিসেবে নাজাত যুক্ত হচ্ছেন। 

                      মঞ্চে নারীর এতদিন অংশগ্রহণ না থাকলে নাটক দেখার সুযোগ পেতেন তারা

সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নাটকটি চলতি মাসে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। নাটকটির পরিচালক আমাওরি আজায়া বলেন, নারী কেন অভিনয় করছে না- এমন প্রশ্ন প্রায়ই শুনতে হতো। চিত্রনাট্য পড়ার পর বিনোদন কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। মঞ্চে নারীর অভিনয়ের অধিকারের বিষয়ে তারা আনুষ্ঠানিক আদেশও দিয়েছে।

বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর