২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০৫:৩০

ভয়ে নয়, 'পদ্মাবত'কে রক্ষা করতেই চুপ ছিলেন শাহরুখ

অনলাইন ডেস্ক

ভয়ে নয়, 'পদ্মাবত'কে রক্ষা করতেই চুপ ছিলেন শাহরুখ

ফাইল ছবি

এত বিতর্কের পরও সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ছবি 'পদ্মাবত' নিয়ে চুপ ছিলেন শাহরুখ খান।  অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন বলিউড বাদশা তিনি বললেন, ভয়ের কারণে চুপ ছিলাম এমনটা নয়। ছবি যাতে বক্স অফিসে সাফল্য পায় সে জন্যই কোনও মন্তব্য করেননি তিনি। 

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ম্যাগনেটিক মহারাষ্ট্র নামে একটি অনুষ্ঠানে বলিউড বাদশা বলেন, "ভয় পেয়েছে, লুকিয়ে পড়েছে, আমাকে নিয়ে বলিউড তারকাদের নিয়ে এই ধরনের মন্তব্য প্রায়ই শোনা গেছে। এটা ঠিক নয়। আমরা অবশ্যই আমাদের সমাজকে ভালবাসি। আমরা আনন্দ প্রদানের জন্যই সিনেমা বানাই এবং চাই গোটা সমাজ সুখী থাকুক।"

এমনকী, 'পদ্মাবত' বিতর্কে চুপ করে থাকার পরামর্শ দীপিকা, রণবীর সিং, শহিদ কাপুরদের দিয়েছিলেন শাহরুখ খান। পরিচালক যেন প্রতিবাদীদের উদ্দেশে কিছু না বলে চুপ করে থাকনে, সে উপদেশও নাকি দিয়েছেন কিং খান। শাহরুখ বলেন, "প্রথম কয়েকদিনেই ছবির ব্যবসা হয়। সেই দিনগুলিতে সমস্যা হলে অনেকটা ক্ষতি হয়ে যায়। সম্প্রতি পদ্মাবত'র সঙ্গেও এমনটা হয়েছে। অনেকেই বলেছেন কেন অভিনেতারা এগিয়ে আসছেন না, লুকিয়ে যাচ্ছেন। আমরা লুকিয়ে পড়িনি। বিতর্কে না গিয়ে চুপ থাকতেই কুশীলবদের পরামর্শ দিয়েছিলাম।" 

কেবল পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের জন্য নয়, শাহরুখ এতদিন চুপ ছিলেন দর্শকদের কথা ভেবেও। সিনেমা দেখতে এসে দর্শকরা আক্রান্ত হোক, সমস্যায় পড়ুক, সেটা কখনই চাননি ৫২ বছর বয়সী এই সুপারস্টার। তার কথায়, "একজন পিতা হিসেবে আমি চাইব ছবি দেখতে এসেও আমার পরিবার নিরাপদে থাকুক। ছবি দেখে আনন্দ উপভোগ করুক।"


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর