২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:২৪

শ্রীদেবীর মৃত্যুতে পাকিস্তানেও শোকের ছায়া

অনলাইন ডেস্ক

শ্রীদেবীর মৃত্যুতে পাকিস্তানেও শোকের ছায়া

ফাইল ছবি

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। এক সময়ে যে ‘হাওয়া হাওয়াই’ গানের তালে তাল মিলিয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী, সেই গানের রূপকার আর নেই। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে বলিউড। সোশ্যাল মিডিয়াতেও উপচে পড়েছে শোকবার্তা।

তবে শ্রীদেবীর মৃত্যুতে ভারতের গণ্ডি ছাড়িয়ে পাকিস্তানেও শোকের ছায়া নেমে এসেছে। সীমান্তের তিক্ততা ভুলে ভারতীয় অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের অভিনেতা, অভিনেত্রী, গায়করাও। শোকে মুহ্যমান হয়ে টুইটার ও ইনস্ট্রাগামে প্রতিক্রিয়া জানিয়েছেন মাহিরা খান, ইমরান আব্বাস, রাহাত ফতে আলি খান, সাবা কামারের মতো পাক কলাকুশলীরা।

বলিউডে গত শতকের আট ও নয়ের দশকে বড়পর্দায় ঝড় তুলেছিলেন শ্রীদেবী। দু’দেশের মধ্যে যতই উত্তেজনা থাক না কেন, বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা পাকিস্তানে বরাবরই জনপ্রিয়। শ্রীদেবীর অভিনয়ও সীমান্তের গণ্ডি ছাড়িয়ে পাক দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে পাক শিল্পীদের শোকপ্রকাশ সেটাই আরও একবার প্রমাণ করল। 


বিডি প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর