১৮ মার্চ, ২০১৮ ১৬:২৪

৬ এপ্রিল মুক্তি পাচ্ছে পরীর 'স্বপ্নজাল'

অনলাইন প্রতিবেদক

৬ এপ্রিল মুক্তি পাচ্ছে পরীর 'স্বপ্নজাল'

গত দুই বছর জাল বুনেছেন তিনি। এবার সেই জাল মেলার পালা। বলছি, পরীমণি অভিনীত স্বপ্নজাল ছবির কথা। সব কিছু ঠিক থাকলে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ৬ এপ্রিল। বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। 

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ছবিটি বিনা কর্তনে সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ৬ এপ্রিল পেক্ষাগ্রহে উঠবে এটি। 

অন্যদিকে পরীমণি বলেন, গত দুই বছর সত্যি সত্যি স্বপ্ন বুনেছি ছবিটি নিয়ে। এবার হয়তো বাস্তবে রূপ পেতে যাচ্ছে এই স্বপ্ন। এক কথায় বলতে গেলে, এতে অভিনয় করে নিজেকে ভেঙ্গে নতুন ভাবে উপস্থাপন করেছি।

সম্প্রতি বিনা কর্তনে সেন্সরবোর্ডের ছাড়পত্র পায় পরীমণি অভিনীত স্বপ্নজাল ছবিটি। এর আগে প্রিভিউ কমিটির অনুমোদন পায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালতি এ ছবিটি।
 
যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। 
 
২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে 'স্বপ্নজাল'-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরী, আর অপু হয়েছেন ইয়াশ। 'স্বপ্নজাল'-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার। 
 
ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরও অনেকে।

উল্লেখ্য, 'মনপুরা'খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় চলচ্চিত্র 'স্বপ্নজাল'। 

বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর