Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ মার্চ, ২০১৮ ০৬:৫৭ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ মার্চ, ২০১৮ ১০:৫০
নতুন রূপে সালমান
অনলাইন ডেস্ক
নতুন রূপে সালমান
সংগৃহীত ছবি

সালমান খান। বলিউডে এ অভিনেতা সুলতান নামেই খ্যাত। এতোদিন নিজেকে অভিনয় ও গায়কের মধ্যে সীমাবদ্ধ রাখলেও এবার নতুন রূপে উপস্থিত হলেন সালমান। এবার গীতিকার হিসেবেও নাম লেখালেন তিনি। রেস-থ্রি সিনেমার জন্য একটি রোমান্টিক গান লিখেছেন সালমান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সালমান যখন পুরো টিমের সামনে গানটি শুনিয়েছেন সবাই খুব পছন্দ করেছেন। বিশাল মিশ্রা এর সংগীতায়োজন করেছেন। গানের সঙ্গে সালমানকেই পর্দায় দেখা যাবে এবং এটির কোরিওগ্রাফি করবেন রেমো ডিসুজা।’

সিনেমার প্রযোজক রমেশ তাওরানি বলেন, ‘এটি একটি রোমান্টিক গান, যেমনটা আমরা খুঁজছিলাম। প্রথমবারের মতো গীতিকার হিসেবে সালমানের নাম পর্দায় আসবে।’

বর্তমানে রেস-থ্রি সিনেমার শুটিংয়ের জন্য আবু ধাবিতে অবস্থান করছেন সালমান। সেখানে সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন তিনি। এ ছাড়া সোনাক্ষী সিনহার সঙ্গে এ সিনেমার একটি আইটেম গানের দৃশ্যায়নও করা হবে। রেস-থ্রি সিনেমাটিতে সালমান ছাড়াও অভিনয় করছেন-অনিল কাপুর, ডেইজি শাহ, ববি দেওল প্রমুখ। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে রেস-থ্রি।

বিডিপ্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৮/ ই জাহান

আপনার মন্তব্য

up-arrow