২১ মার্চ, ২০১৮ ১২:২৮

রনি নয়, সোনার তরী'র প্রথম পরিচালক মালেক আফসারী

শামছুল হক রাসেল

রনি নয়, সোনার তরী'র প্রথম পরিচালক মালেক আফসারী

শিরোনাম দেখে অনেকেই প্রশ্ন রাখতে পারেন এটা এখন কী করে হয়? এত ঘটা করে পরীমণির প্রোডাকশন হাউজ সোনার তরী'র ঘোষণা দেয়া হল। সেখানেই উন্মোচিত হল এ হাউজের ছবি 'ক্ষত'র পোস্টার। সেই সঙ্গে জানানো হয় এতে অভিনয় করবেন জায়েদ খান এবং পরীমণি। আর পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। তাহলে কী পরিচালক বদল হয়ে গেল?

আসলে তা কিন্তু নয়। এর জন্য একটু পেছনে ফিরে তাকাতে হবে। এক কথায় বলতে গেলে, সোনার তরী'র প্রথম নাবিক মালেক আফসারী। এবার একটু পরিস্কার করেই বলা যাক। অনেক দিন আগেই প্রযোজনা সংস্থা তৈরির ইচ্ছা পোষণ করেন পরীমণি। এমনকি এ হাউজের প্রথম ছবির নাম রাখা হয় 'রেড হার্ট'। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন পরী। তিনি বলেন, 'সে সময় হঠাৎ করে বাংলা সিনেমার ইংরেজি নামকরণ বন্ধ হয়ে যায়। তাই নামটাও আর রাখতে পারিনি। তবে পরিচালক কিন্তু ঠিকই আছেন। সেই মালেক আফসারী।'

তাহলে শামীম আহমেদ রনি কেন? এবার পরী বলেন, 'দেখুন। একটি প্রোডাকশন হাউজে একাধিক ছবির পরিকল্পনা একসঙ্গে নেয়া হয়। আর সময়-সুযোগ মিলে গেলে সেটা প্রথম পরিকল্পনা না দ্বিতীয় তা আর দেখার প্রয়োজন নাই। একসঙ্গে দুইটি বা তিনটি ছবির কাজও চলতে পারে। মূলত, 'ক্ষত' আমার দ্বিতীয় প্রজেক্ট।'

পরী আরও বলেন, 'অন্তর জ্বালা' করার সময়ে মালেক আফসারী ভাইয়ের সঙ্গে পরিকল্পনা তৈরি করি। শীঘ্রই সেই প্রজেক্টের কাজও শুরু করব।'

কিন্তু মিডিয়াপাড়ায় শোনা যাচ্ছে আফসারী এখন আপনার প্রোডাকশনে কাজ করবেন না... মুখের কথা শেষ না হতেই এবার পরী বলেন, 'এরকম কোনো কথাই আমাদের মধ্যে হয়নি। মালেক আফসারীই আমার প্রোডাকশনের প্রথম পরিচালক। আর রনি দ্বিতীয়। কিছু কিছু গণমাধ্যম বিষয়টিকে পেঁচিয়ে ফেলছে। ছড়াচ্ছে বিভ্রান্তি। সত্যি কথা বলতে কী তিনি 'সোনার তরী'র প্রোডাকশন নির্মাণের 'পাঞ্জেরি'। আরও স্পষ্ট করে জানতে চাইলে মালেক আফসারীকেও জিজ্ঞেস করতে পারেন।' 

পরীর কথার রেশ ধরেই জানতে চাওয়া হল মালেক আফসারীর কাছে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, 'সোনার তরী'র প্রথম চুক্তিবদ্ধ পরিচালক আমি। এখনও আমি আছি।'

তাহলে 'ক্ষত'তে আপনি নাই কেন? এবার মালেক আফসারী বলেন, 'একটি হাউজ একই সঙ্গে একাধিক ছবি তৈরি করতে পারে। এটা নিয়ে উৎকণ্ঠার কী আছে? প্রযোজনা সংস্থা যখনই কাজ শুরু করবে তখনই আমি পরিচালনা করবো। বিষয়টি নিয়ে বিভ্রান্তির কিছু নেই।'

শাকিব খানকে নিয়েও এখন কাজ করতে চাইছেন, এটা কেন? মালেক আফসারী বলেন, 'আমি জানি, প্রশ্নটা ছুড়লেন এই কারণে যে তার সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক খুব একটা ভালো নয়। মূলত আরও একটি প্রোডাকশন হাউজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। যেখানে তারা নায়ক হিসেবে শাকিব খানকে চাচ্ছেন। আমি তাদের বলেছি, তারা যদি শাকিবকে ম্যানেজ করে তাহলে পরিচালনা করতে সমস্যা নেই। '

আফসারী আরও বলেন, 'আমি ছবির কারিগর। যেই থাকুক না কেন নির্মাণ করতে হবে। তাছাড়া শাকিবকে বাদ দিয়ে বর্তমান ইন্ডাস্ট্রি খুব একটা চিন্তা করা যায় না। এটা সত্য যে, তার কিছু মন্তব্যে আমিও কিছু পাল্টা মন্তব্য এবং বিরোধিতা করেছিলাম। সেটা এখন অতীত। বর্তমানে সিনেমার অবস্থা খুব একটা ভালো নেই। চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে হলে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবে ওই প্রযোজনা সংস্থাকে এটাও বলেছি, আমি শাকিবকে ম্যানেজ করার দায়িত্ব নিতে পারব না। তারা যদি শাকিবকে ম্যানেজ করে তাহলে পরিচালনা করতে আপত্তি নাই। এছাড়া তার চারটি ছবির নায়ক শাকিব খান ছিলেন বলেও জানান মালেক আফসারী। 

'সোনার তরী'তেও যদি শাকিব খানকে কাস্টের পরিকল্পনা করে আপনি কী পরিচালনা করবেন? মালেক আফসারী বলেন, 'দেখুন আগেই বলেছি আমি পরিচালক। প্রযোজনা সংস্থা যাদের কাস্ট করবে তাদের নিয়েই ছবি বানাবো। এটাও বলে রাখি এরপর আর কোনো ছবি নির্মাণ করবো না। যেহেতু এ দুটি হাউজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি তাই এগুলো নির্মাণ করবো। এরপর চলচ্চিত্রকে গুডবাই জানাবো। আর নয়। অনেক হয়েছে।' 

অন্যদিকে, পরীমণির কাছে জানতে চাওয়া হয় 'সোনার তরী'তে মালেক আফসারীর নির্মিতব্য ছবিতে শাকিব খানকে দেখতে পাবো কী না? পরী বলেন, এখানে প্রযোজক হিসেবে পরিচালকের সব চাহিদা পূরণের চেষ্টা থাকবে। তিনি যে নায়ক বা নায়িকাকে নেয়ার ইচ্ছে পোষণ করবেন তা পূরণের চেষ্টা করবো। মালেক আফসারী যদি শাকিব খানের কথা বলেন তাহলেও সে চেষ্টাও করবো। চেষ্টা করতে তো আর দোষের কিছু নেই।'

বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর