২৪ মার্চ, ২০১৮ ১৮:১৭

সজল-স্নিগ্ধা'র ‘মনে রেখো’

অনলাইন ডেস্ক

সজল-স্নিগ্ধা'র ‘মনে রেখো’

সংগৃহীত ছবি

স্বাধীনতা দিবস উপলক্ষে জুয়েল মাহমুদ নির্মাণ করেছেন নাটক ‘মনে রেখো’। রশিদ ইকবাল ও শাজাহান সৌরভের যৌথ রচিত নাটকটিতে অভিনয় করেছেন সজল, মোমেন ও অভিনেত্রী স্নিগ্ধা।

নাটকের গল্পে দেখা যাবে, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য সীমান্তবর্তী গ্রামে তারিক খন্দকারের বাড়িতে সাময়িক আশ্রয় নেন আজহার, রমজান, খসরু ও রজনী। তারিকের সঙ্গে তার ছোট মেয়ে শাহানা থাকেন। অতিথিদের আপ্যায়ন করার দায়িত্ব তার ওপরই পড়ে।

ঘটনাচক্রে ভালো লাগা থেকে আজাহারের সঙ্গে শাহানার প্রেম হয়ে যায়। আজহারদের যাবার দিন ঘনিয়ে আসে আর শাহানার বুকে প্রিয় মানুষকে হারানোর শঙ্কা বাঁধতে থাকে। সেও সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাওয়ার। এরপর কি হবে? তা জানলে হলে দেখতে হবে নাটক ‘মনে রেখো’।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে  প্রচারিত হবে ‘মনে রেখো’।

বিডিপ্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর