Bangladesh Pratidin

প্রকাশ : ২০ এপ্রিল, ২০১৮ ১০:৪৬ অনলাইন ভার্সন
নজরুল রাজের অফিসে চাকরি নিলেন মম
অনলাইন ডেস্ক
নজরুল রাজের অফিসে চাকরি নিলেন মম

শিল্পপতি নজরুল রাজের অফিসে চাকরি নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তাকে মৃত্যুর হাত থেকেও রক্ষা করেছেন তিনি। না মম অভিনয় ছেড়ে দেননি। নাটকে অভিনয়ের খাতিরেই এমন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। নাটকের নাম 'হয়তো কেউ একজন'।

সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এম রহমান মিজান। পরিচালক বলেন, নাটকটির গল্প বেশ ভাল। সমাজের বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাই এই নাটকে দেখা যাবে।

'হয়তো কেউ একজন' নাটকটিতে আরও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, এস এন জনি, প্রিয়াংকা, জাহের আলভিসহ অনেকে। রাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটির দৃশ্যধারণে শেষ হয়েছে। শিগগির নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।

বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৮/ফারজানা 

আপনার মন্তব্য

up-arrow