Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০১৮ ১৬:৩৭ অনলাইন ভার্সন
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮ ১৯:৫৯
টিজারেই ঝড় তুললেন 'সঞ্জু'
অনলাইন ডেস্ক
টিজারেই ঝড় তুললেন 'সঞ্জু'

অবশেষে শেষ হল অপেক্ষা। বলিউডে জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক চলচ্চিত্র 'সঞ্জু'র টিজার আজ মঙ্গলবার মুক্তি পেয়েছে। কয়েক ঘণ্টায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে টিজারটি। ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর।

রণবীরের মেকআপ আর্টিস্টদের সুনিপুণ দক্ষতায় রীতিমতো বিভ্রান্ত হওয়ার মতো অবস্থা। টিজারে রণবীর নয়, যেন দেখা যাচ্ছে সঞ্জয় দত্তকেই! ছবিতে ২০ থেকে ৫০ বছরের সঞ্জয়ের জীবনের দিকগুলো ফুটিয়ে তুলতে রণবীরকেও অবশ্য কম কষ্ট করতে হয়নি।

টুইটার-ফেসবুকে রণবীরের 'সঞ্জু' রূপ এরইমধ্যেই ভাইরাল। ছবিটিতে সঞ্জয়ের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ চরিত্রগুলোও দেখানো হবে। তবে টিজারে দেখা গেছে শুধু সঞ্জুকেই। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। 

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৮/ফারজানা

আপনার মন্তব্য

up-arrow