Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০১৮ ১০:০০ অনলাইন ভার্সন
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮ ১০:১০
'ককটেল'ই বদলে দিয়েছে বলিউডের মাস্তানিকে
অনলাইন ডেস্ক
'ককটেল'ই বদলে দিয়েছে বলিউডের মাস্তানিকে

নিঃসন্দেহে বলিউডের চমৎকার অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। ৩২ বছর বয়সী এ সেলিব্রেটি ২০০৭ সালে বলিউডে তার স্বপ্নের যাত্রা শুরু করেন শাহরুখ খানের সাথে, 'ওম শান্তি ওম' ছবির মাধ্যমে। এক দশকের দীর্ঘ ক্যরিয়ারে প্রচুর ভক্ত তৈরি হয়েছে তার। তার সর্বশেষ 'পদ্মাবত' ছবিটি ৩০০ কোটি রুপি ব্যবসা করেছে। সমলোচকদেরও প্রশংসা কুড়িয়েছে ছবিটি। সমসাময়িক অভিনেত্রীদের পেছনে ফেলে দীপিকাই এখন সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া তারকা।

                                               ককটেল ছবিতে দীপিকা

সম্প্রতি টিংস সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে দীপিকা নিজের বলিউড যাত্রা নিয়ে কথা বলেন। বিশেষ কোন চরিত্র তাকে অভিনেত্রী বা ব্যক্তি হিসেবে প্রভাবিত করেছে জানতে চাইলে দীপিকা বলেন, অভিনেত্রীকে কেমন হওয়া উচিত, তাকে কেমন দেখানো উচিত, তার কী ধরনের পোশাক পরা উচিত ইত্যাদি নিয়ে আমার মনে অনেক রকম কুসংস্কার ছিল। 'ককটেল' হচ্ছে এমন একটি ছবি যা আমার মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসে। কারণ আমি মনে করি এই ছবি আমার জীবনের এমন মুহূর্তে আসে যখন আমি নিজেকে আবিষ্কার করছিলাম। ছবিতে আমি যে চরিত্র (ভেরোনিকা) করেছিলাম তা আমার পুরো অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করে। পর্দার  ভেরোনিকা যেমন বাস্তবে আমি তার উল্টো। তার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে পুরোপুরি আবিস্কার করি। 

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৮/ফারজানা

আপনার মন্তব্য

up-arrow