Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ মে, ২০১৮ ১৭:৫৭ অনলাইন ভার্সন
সোনমের পর নাম পাল্টিয়েছেন তার স্বামীও
অনলাইন ডেস্ক
সোনমের পর নাম পাল্টিয়েছেন তার স্বামীও
ফাইল ছবি
bd-pratidin

বিয়ের পর সোনম কাপুর নাম বদল করায় যারা সমালোচনা করেছেন এবার তার জবাব দিলেন তিনি। তার কথায়, স্বামীর নাম ব্যবহার করার বিষয়টি সম্পূর্ণ তার সিদ্ধান্ত।

সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যের পক্ষ থেকে সোনমকে এ বিষয় প্রশ্ন করা হয়। উত্তরে সোনম বলেন, কাপুর আমার বাবার পরিচয়। ওটাও একটি পুরুষেরই নাম। আমি দুটোই রাখার সিদ্ধান্ত নিয়েছি। আনন্দও নিজের নাম পরিবর্তন করেছে। কিন্তু, সেটা নিয়ে কেউ তো বলছে না। আমি সোশাল মিডিয়ায় সেটা জানিয়েছি। কারণ, আমার মনে হয়েছে, এটা একটা প্ল্যাটফর্ম।

গত ৮ মে মুম্বাইয়ে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর। বিয়ের রাতেই মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে রিসেপশন ছিল। সেই সময়ে সোশাল মিডিয়ায় সোনম নিজের নাম পরিবর্তন করে লেখেন সোনম কে আহুজা। এরপর থেকে সোনমের নাম পরিবর্তন নিয়ে অনেকেই প্রশ্ন তোলে। এদিকে বিয়ের পর আনন্দও নিজের নাম বদলে রাখেন আনন্দ সোনম আহুজা।

সোমন আরও বলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর জন্য কেউ আমার মাথায় বন্দুক ঠেকাতে পারে না। আমি আমার পদবী পরিবর্তন করব কি না সেটা একান্ত আমার বিষয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow