২০ মে, ২০১৮ ২১:৫৭

দক্ষিণ কোরিয়ায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'একাত্তরের দিন'

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'একাত্তরের দিন'

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'একাত্তরের দিন' (Day Of 71) প্রদর্শিত হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত 'Busan International Kids and Youth Film Festival' অনুষ্ঠানে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সাব্বির আহমেদ সোহাগ।

তরুণ নির্মাতা সাব্বির আহমেদ সোহাগ জানান, এই চলচ্চিত্রটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।ছোট বোন আলো আর ভাই শফিক ছিল গল্পের মূল চরিত্রে। 

এই স্বল্পদৈর্ঘ্য অভিনয়ে করেছে ইয়াসির সোহাগ, আহমেদ সোহানা, ফয়সাল মাহমুদ নীলসহ আরো অনেকে। চলচ্চিত্রটির প্রযোজনায় ছিল হাসিব হাসান।চিত্রধারণ করেছেন নাজিরী সাগর আর সম্পাদনায় জাহাঙ্গীর আলম সুজন।

সাব্বির আহমেদ সোহাগ আরও জানান, এই চলচ্চিত্র নির্মাণে পুরো টিম অনেক পরিশ্রম করছে। দেশের গন্ডি পেড়িয়ে এমন অর্জন তাদের জন্যই সম্ভব হয়েছে। আসছে জুন মাসের শেষের দিকে রাজশাহীর কোন অঞ্চলে নতুন গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করব বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর