শিরোনাম
২১ মে, ২০১৮ ০২:২৭

২০ লাখ টাকা খরচ করে মন্দির তৈরি হবে পাকিস্তানে!

অনলাইন ডেস্ক

২০ লাখ টাকা খরচ করে মন্দির তৈরি হবে পাকিস্তানে!

ফাইল ছবি

হিন্দুদের সন্তুষ্ট করতে ২০ লাখ টাকা দিয়ে মন্দির তৈরি হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। রাওয়ালপিণ্ডি, ইসলামাবাদের কাছে একমাত্র মন্দির এটি। 

১৮৯৭ সালে এটি তৈরি করেছিলেন কাঞ্জি মাল এবং উজাগর মাল নামে দুই ব্যক্তি। তখন সেটা ছিল ভারতের অংশ। দেশভাগের পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলে আসে মন্দিরটি। রাওলপিণ্ডির হিন্দুরাই মন্দিরটি টিকিয়ে রেখেছিলেন। 

১৯৪৯ সালে মন্দিরটি পাকিস্তানের হিন্দুদের অন্যতম তীর্থস্থান হয়ে ওঠে।  দেখাশোনাও করতেন সেখানকার হিন্দুরাই। কিন্তু ১৯৭০ সালে মন্দিরটিকে অধিগ্রহণ করে ইটিবিপি। তারাই এখন দেখাশোনার দায়িত্বে রয়েছেন। 

বোর্ডের উপ-প্রশাসক মহম্মদ আসিফ জানিয়েছেন, মন্দিরটি এতটাই ছোট যে উৎসব অনুষ্ঠানে ভক্তরা ঠিকমত পূজা দিতে পারেন না। সেকারণেই এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ২০ লাখ টাকা বরাদ্দও করা হয়েছে। সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত গর্ভগৃহের দরজা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি। 

 
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর