শিরোনাম
২১ মে, ২০১৮ ১১:৫৮

রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রিয়াঙ্কা চোপড়া

অনলাইন প্রতিবেদক

রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রিয়াঙ্কা চোপড়া

মেহরাব চৌধুরীর ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডেও খ্যাতির তুঙ্গে থাকা ভারতীয় এই অভিনেত্রী এখন বাংলাদেশে। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকায় আসেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনে তিনি কক্সবাজার যান।

জানা গেছে, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) -এর শুভেচ্ছা দূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন।

সূত্র জানায়, প্রিয়াঙ্কা সোমবার বিকালে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখান থেকে ফিরে হোটেলে অবস্থান করবেন। পরদিন মঙ্গলবার সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর পরদিন বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসাডর প্রিয়াঙ্কা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। গত শনিবার ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মার্কেলের রাজকীয় বিয়ের আয়োজন করা হয়। সেই বিয়েতে হলিউড অভিনেত্রীর অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ওই অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর