২২ মে, ২০১৮ ১১:৫০

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

টেকনাফ প্রতিনিধি:

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

মঙ্গলবার সকালে খারীয়াখালী, লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে তিনি কুতুপালংয়ের উদ্দেশে রওয়ানা হন। পরে আজ বিকেলে উখিয়ার বালুখালী ও জামতলী  রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। বিকেলে কক্সবাজার ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন এই বলিউড অভিনেত্রী। 

এর আগে সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কক্সবাজার বিমান বন্দর হতে তিনি ইনানীতে পৌঁছে কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপে অবস্থান করেন। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে শামলাপুর ডায়রিয়া ট্রিটম্যান্ট সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে কথা বলেন। 

উল্লেখ্য, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)’র শুভেচ্ছা দূত হিসেবে ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর