২৩ মে, ২০১৮ ১৪:৪৩

তাজিন আহমেদের জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক

তাজিন আহমেদের জানাজা সম্পন্ন

ফাইল ছবি

গুলশানের আজাদ মসজিদে অভিনেত্রী তাজিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় অন্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাজিনের দীর্ঘদিনের সহকর্মীরাও।

বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে তাজিনের জানাজা মসজিদের ভেতরেই অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা আহসানউল্লাহ।

এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরেই শায়িত হবেন অভিনেত্রী।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার আনন্দ বাড়ি শুটিং স্পটে রাখা হয় তাজিন আহমেদের মরদেহ। সেখানে সহকর্মীরা শেষবারের মতো দেখতে আসেন তাকে। বেলা ১২টা পর্যন্ত মরদেহ এখানেই রাখা হয়।

মঙ্গলবার দুপুরে তাজিনের হার্ট অ্যাটাক হয়। এরপর হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি মসজিদে গোসল শেষে মরদেহ উত্তরার রিজেন্ট হাসপাতালে রাখা হয়। সেখান থেকে রাত ১০টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়।

বিডি প্রতিদিন/২৩ মে ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর