Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জুন, ২০১৮ ১৭:১৩ অনলাইন ভার্সন
আপডেট : ১২ জুন, ২০১৮ ২২:৪০
কাকে বিয়ে করছেন অানুশকা শেঠি?
অনলাইন ডেস্ক
কাকে বিয়ে করছেন অানুশকা শেঠি?

‘বাহুবলী টু’-এর পর থেকে প্রভাসের সঙ্গে আনুশকা শেঠির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।এমনকি ‘সাহো’-র শুটিংয়ে আঘাত পাওয়ার পর দুবাইয়ে গিয়ে প্রভাসের সঙ্গে দেখা করেন নায়িকা। এর পরই গুঞ্জনের মাত্রা আরও বৃদ্ধি পায়। কিন্তু তারা বরাবর নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে আসছেন। 

এদিকে, ভারতীয় গণমাধ্যম বলছে, আনুশকা শেঠির বিয়ের জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তাঁর বাবা-মা। চলতি বছরের শেষেই দক্ষিণী অভিনেত্রীর বিয়ে দিতে চাইছেন তাঁর বাবা-মা। সেই কারণে, মন্দিরে গিয়ে নাকি পূজা অর্চনাও শুরু করে দিয়েছেন অভিনেত্রীর বাবা-মা। তবে কার সঙ্গে আনুশকার বিয়ে হচ্ছে সেটা অবশ্য জানা যায়নি। 

বর্তমানে প্রভাস ব্যস্ত ‘সাহো’-র শুটিংয়ে। অন্যদিকে, তেলুগু সিনেমা ‘সাইলেন্স’-এ হাতে নিয়েছেন অানুশকা। ‘বাহুবলী’-র পর ‘বাগমতি’-তে শেষ দেখা যায় এই দক্ষিণী অভিনেত্রীকে।

বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow